১ ট্রিলিয়ন ভিন্ন ধরনের ঘ্রাণ নেয়া যায় নাকে!
মানুষের নাক কমপক্ষে এক ট্রিলিয়ন ভিন্ন ধরণের ঘ্রাণ অনুভব করতে পারে। নাক দিয়ে যত ধরনের ঘ্রাণ নেয়া যায় বলে আগে মনে করা হত এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি, বলছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। কিছুদিন আগেও এ ধারণা ছিল যে, মানুষের নাক মাত্র ১০ হাজাররকম গন্ধ আলাদা করে চিনতে পারে। কিস্তু সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, নাক দিয়ে যে শুধু ট্রিলিয়ন রকম ঘ্রান নেয়া যায় তাই নয় বরং কর্মক্ষমতার দিক থেকেও চোখ ও কানের চেয়ে অনেক বেশি সক্রিয় মানুষের নাক। নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের...
Posted Under : Health News
Viewed#: 14
See details.

